রেলে ১.৪ লক্ষ শূন্যপদ পূরণের উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। তিনটি পর্যায়ে নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আজ থেকে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া।
১১ ডিসেম্বর রেলমন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
• প্রথম পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
• দ্বিতীয় পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া ২৮ ডিসেম্বর থেকে চলবে ২০২১ মার্চ পর্যন্ত।
• তৃতীয় পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ২০২১ এপ্রিল থেকে। ২০২১ এর জুন মাস পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে৷
১০ বছর ধরে সুবিধা নিয়েছে এখন বিশ্বাসঘাতকতা করছেঃ মমতা
মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা হবে৷সব পরীক্ষার্থীকে থার্মাল স্ক্রিনিং করা হবে। দেহে তাপমাত্রা বেশি থাকলে পরীক্ষা দেওয়া যাবে না৷ রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেল আইডি-তে পরবর্তী পরীক্ষার খবর জানানো হবে তাদের । দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতি শিফটের পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা হল স্যানিটাইজ করা হবে৷
মহিলা ও পিডব্লুডি প্রার্থীদের নিজের রাজ্যেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চাকরিপ্রার্থীরা যাতে সহজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির জারি করা করোনা সতর্কতা মেনে চলা হচ্ছে।