Home বঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর আত্মনির্ভরের কথা বলেছিলেন, বিশ্বভারতীর শতবর্ষপূর্তিতে মোদী

রবীন্দ্রনাথ ঠাকুর আত্মনির্ভরের কথা বলেছিলেন, বিশ্বভারতীর শতবর্ষপূর্তিতে মোদী

by banganews

আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি। ১৯২১ সালের ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল বিশ্বভারতী। বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লি থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখতে গিয়ে ফের আত্মনির্ভরতার উপরই জোর দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন পটের ছবি দিয়ে নতুন বছরের গ্রিটিংস কার্ড তৈরি করছেন পটশিল্পীরা

আত্মনির্ভর ভারতের ভাবনা চালু করেছিলেন রবীন্দ্রনাথই। বিশ্বভারতীতে পৌষ মেলায় বহু শিল্পী তাঁদের শিল্পকর্ম বিক্রি করে স্বনির্ভরতার দিশা পেতেন। এমনই মন্তব্য করেন তিনি। আজকের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর বক্তৃতায় বেশীরভাগটা জুড়েই ছিলেন রবীন্দ্রনাথ। রবিঠাকুরের একাধিক কবিতার লাইন শোনা যায় নরেন্দ্র মোদীর বক্তৃতায়। শিক্ষানীতির প্রসঙ্গে তিনি ব্যবহার করেন ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, পঙক্তিটি। তিনি দাবি করেন, ক্ষুধিত পাষাণ গল্পের একটি অংশ কবিগুরু লেখেন গুজরাতে থাকাকালীন।

You may also like

Leave a Reply!