Home দেশ সুশান্তের ফরেন্সিক পরীক্ষায় তথ্য পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন

সুশান্তের ফরেন্সিক পরীক্ষায় তথ্য পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন

by banganews

মুম্বই, ৮ অগাস্ট, ২০২০: সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে প্রয়োজনীয় ফরেন্সিক হয়নি। অথবা তথ্য গোপন করা হয়েছে। উঠছে এমনই অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যান থেকে ঝুললে তা অনেক বেশি বেঁকে যাওয়া উচিত ছিল। অথচ সুশান্তের ক্ষেত্রে তা হয়নি।

আরও পড়ুন করোনার ফাঁদে গায়েব ৫৫ লক্ষ

সূত্রের খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য সুশান্তের নখের নমুনা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। হয়নি লালা পরীক্ষাও।
তদন্তের সময় দেখা গিয়েছিল, সুশান্তের ডায়রির বেশ কয়েকটি পাতা ছেঁড়া। কে ছিঁড়ল, তার কোনও সদুত্তর মেলেনি। সেই ডায়রিরও প্রয়োজনীয় ফরেন্সিক পরীক্ষা হয়নি বলে অভিযোগ উঠেছে।

You may also like

Leave a Reply!