মুম্বই, ২০ অগাস্ট, ২০২০: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় আজ থেকেই তদন্ত শুরু করছে সিবিআই। সুপ্রিম কোর্ট মুম্বই পুলিশকে গোয়েন্দা আধিকারিকদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।
ভিনরাজ্য থেকে আসা গোয়েন্দা আধিকারিকদের প্রতি বৃহন্মুম্বই পৌরনিগমের দৃষ্টিভঙ্গি কেমন হবে? বিহার থেকে আসা পুলিশ আধিকারিকের মত তাঁদেরও কি কোয়ারেন্টাইনে রাখা হবে?
আরও পড়ুন সুশান্তের প্রেম নিয়ে নতুন তথ্য দিলেন ঘনিষ্ঠ বন্ধু
শীর্ষ আদালতের রায়ের পর এবার নিজেদের বক্তব্য জানাল বৃহন্মুম্বই পৌরনিগম বা বিএমসি।
বিএমসি জানিয়েছে, তদন্তের স্বার্থে সিবিআই অফিসাররা মুম্বইতে ৭ দিনের জন্য হাজির হলে, কোয়ারেন্টাইন প্রক্রিয়া থেকে ছাড় পাবেন তাঁরা। তবে মুম্বইয়ে ৭ দিনের বেশি থাকলে, ছাড় পাওয়ার জন্য সিবিআইকে ইমেল করে আলাদা করে অনুমতি নিতে হবে। আবেদন করলে অনুমতি দেওয়া হবে বলে জানান বিএমসির কমিশনার ইকবাল সিং চাহাল।
এর আগে তদন্ত করতে আসা পটনা পুলিশের পদস্থ আধিকারিক বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল বিএমসি।