Home দেশ ফের ধাক্কা, স্বাধীনতা দিবসে ভারতের আকাশে উড়বে না চিনা ঘুড়ি

ফের ধাক্কা, স্বাধীনতা দিবসে ভারতের আকাশে উড়বে না চিনা ঘুড়ি

by banganews

স্বাধীনতা দিবসে ভারতের আকাশে উড়বে না কোনও চিনা ঘুড়ি। বিক্রি হবে না কোনও চিনা মাঞ্জা। নয়াদিল্লির ঘুড়িব্যবসায়ীদের এমনই সিদ্ধান্ত। ভারতের তৈরি ঘুড়ি আর মাঞ্জা পাওয়া যাবে দিল্লির লাল কুঁয়াতে৷ লাল কুঁয়া দিল্লির সবচেয়ে বড় ঘুড়ি কেনাবেচার পাইকারি বাজার।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!