Home দেশ প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধে দিচ্ছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক

প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধে দিচ্ছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক

by banganews

দেশের প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করল দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ পিএনবি পাঠশালা প্রায় প্রতিদিনই গ্রাহকদের সমস্যার সমাধান বা নতুন স্কিম সংক্রান্ত একাধিক তথ্য দিয়ে থাকে ৷ এবার ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা বা লাভের বিষয়ে ৷

আরও পড়ুন পৌষ মেলা আয়োজন সম্ভব নয়, বন্ধ বসন্ত উৎসব! জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ 

পিএনবি-র প্রবীণ নাগরিকদের দরকার ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে কম সুদে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দেওয়ার জন্য স্পেশ্যাল লোন স্কিম শুরু করল ৷ এর স্কিমের মূল উদ্দেশ্য ছিল প্রবীণ নাগরিকদের জীবন সুরক্ষিত রাখা ৷ কারণ অনেক সময় দেখা গিয়েছে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে প্রচুর মানুষের জীবন সঙ্কটে পড়েছে ৷

আরও পড়ুন জাপানের প্রধানমন্ত্রী সিঞ্জো আবে চীনের প্রেসিডেন্ট সি জিংপিং-র জাপান সফরে জারি করতে পারে নিষেধাজ্ঞা

• এফডি বা ফিক্সড ডিপোসিটে ০.৫ শতাংশ হিসেবে সুদ মিলবে
• অবসরের পর গ্রাহকরা যেখানে থাকবেন সেখানে তাদের অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেওয়া হবে ৷
• সমস্ত রকমের ট্রান্সফারের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে ৷
• বিনামূল্যে নমিনি করা যাবে৷
• ১৫০০০ টাকা পর্যন্ত যে কোনও বাইরের ব্যাঙ্কের চেক সঙ্গে সঙ্গে ক্রেডিট করে দেওয়া হবে ৷

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই পি এন বি গ্রাহকদের টাকা তোলা, চেক বই সংক্রান্ত একাধিক সুবিধের কথা জানিয়েছিল৷

You may also like

Leave a Reply!