Home দেশ এসএসসি সিজিএল ২০২০ -এর বিজ্ঞপ্তি প্রকাশ

এসএসসি সিজিএল ২০২০ -এর বিজ্ঞপ্তি প্রকাশ

by banganews

বঙ্গ নিউস, ২৯ ডিসেম্বর, ২০২০ঃ স্টাফ সিলেকশন কমিশন প্রকাশ করল এসএসসি সিজিএল ২০২০ (SSC CGL 2020)-এর বিজ্ঞপ্তি। প্রথম পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছর ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা http://ssc.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি এর মধ্যে৷ মোট শূন্যপদ ৫,৫০৬টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই পরীক্ষায় বসতে পারবেন৷

আরও পড়ুন কাঁচা মুরগীর মাংস ধুয়ে রান্না করেন! জানেন কী ক্ষতি হচ্ছে?

অনলাইন আবেদন: ২৯ ডিসেম্বর, ২০২০ থেকে ৩১ জানুয়ারি, ২০২১

অনলাইনে ফি জমা করার শেষ দিন: ২ ফেব্রুয়ারি, ২০২১ (রাত ১১ টা ৩০ এর মধ্যে)
অফলাইন চালান নেওয়ার সময়: ৪ ফেব্রুয়ারি, ২০২১ (রাত ১১ টা ৩০ )
চালানের মাধ্যমে পেমেন্টের শেষ দিন: ৬ ফেব্রুয়ারি, ২০২১

গ্রুপ বি বিভাগে ২৫০টি পদ।
বি গ্রুপে নন-গেজেটেড বিভাগের পোস্টসমূহ ৫৩১৩টি।
গ্রুপ সি-তে ২৭৪৩ টি পদ।

You may also like

Leave a Reply!