Home বঙ্গ অধ্যাপিকাকে সাসপেন্ড, একাধিক বিতর্কে জেরবার বিশ্বভারতী

অধ্যাপিকাকে সাসপেন্ড, একাধিক বিতর্কে জেরবার বিশ্বভারতী

by banganews

বঙ্গ নিউস, ৬ জানুয়ারি, ২০২১ঃ একাধিক বিতর্কে জর্জরিত বিশ্বভারতী।  বিতর্কের মধ্যেই অধ্যাপিকা সুতপা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সূত্রের খবর কয়েকমাস আগে বিশ্বভারতীতে ভর্তির পরীক্ষায় ভূগোল বিভাগে বেশ কিছু প্রশ্নপত্র ভুল এসেছিল। এই বিষয়ে এক ছাত্র অভিযোগ জানায়। সেই সময় সুতপা মুখোপাধ্যায় ছিলেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। বিভাগের কয়েকজন অধ্যাপিকা একই অভিযোগ তোলেন  এবং জানায় ইচ্ছে করেই প্রশ্ন পত্রে ভুল রাখা হয়েছিল। তবে কেন ভুল ছিল তা জানা যায়নি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সুতপা মুখোপাধ্যায়কে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন একধাক্কায় কমতে পারে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা

এবার তাঁকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। গতকাল রাতে তাঁকে সাসপেনশনের চিঠি পাঠানো হয়। এদিকে কয়েকদিন ধরে জমি বিতর্কে শিরোনামে এসেছে বিশ্বভারতী। এরই মধ্যে পিয়ারসন হাসপাতালে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম জড়িয়েছে বিশ্বভারতীর। CAG রিপোর্টে এই গরমিলের তথ্য সামনে আসার পর পাঁচ জন ফার্মাসিস্টকে শোকজ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, পুরো বিষয়টি তদন্ত করতে নিজস্ব একটি কমিটি গঠন করতে চলেছে। এই কমিটির দেওয়া রিপোর্ট অনুসারে পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।

You may also like

Leave a Reply!