Home দেশ মাস্ক পরলেই অতিমারী রুখে দেওয়া সম্ভব, বলছে গবেষণা

মাস্ক পরলেই অতিমারী রুখে দেওয়া সম্ভব, বলছে গবেষণা

by banganews

ফিজিক্স অফ ফ্লুইডস জার্নালে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে মানবজাতির পক্ষেই করোনার মত অতিমারী রুখে দেওয়া সম্ভব। বিশ্বের ৭০ শতাংশ মানুষ যদি নিয়মিত মাস্ক পরে তাহলে এই অতিমারী অনেকটাই আটকানো সম্ভব। নয়া গবেষণায় এমনই তথ্য উঠে এসছে।

আমি দলের অবজারভার, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

গবেষক টিমের অন্যতম সদস্য সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঞ্জয় কুমার জানিয়েছেন সার্জিক্যাল মাস্ক এর জন্য অপরিহার্য। গবেষকদের কথায় মানুষ হাঁচলে বা কাশলে ড্রপলেট থেকে এই ভাইরাস ছড়াতে পারে। এই ড্রপলেট এতটাই সূক্ষাতিসূক্ষ যে তা চোখে দেখা যায় না। সার্জিক্যাল মাস্ক ৫ থেকে ১০ মাইক্রন ড্রপলেট আটকাতে সক্ষম। সুতরাং নির্দিষ্ট ভাবে যদি মাস্ক পড়া যায় তবে এই অতিমারী রুখে দেওয়া সম্ভবপর হবে।

 

করোনা আক্রান্ত আবদুল মান্নান

কলকাতায় পৌছাল করোনা ভ্যাকসিন, ট্রায়ালে আহ্বান ফিরহাদ হাকিমকে

You may also like

Leave a Reply!