Home দেশ আদালত আবমাননা মামলায় ১ টাকা জরিমানা প্রশান্ত ভূষণের

আদালত আবমাননা মামলায় ১ টাকা জরিমানা প্রশান্ত ভূষণের

by banganews

দিল্লি, ৩১ অগাস্ট, ২০২০ঃ আদালত অবমাননার দায়ে প্রশান্ত ভূষণের কাছে ১ টাকা জরিমানা ধার্য করল সুপ্রিম কোর্ট। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে এই অর্থ দিতে হবে। এই সময়ের মধ্যে তিনি যদি অর্থ না দেন তবে তিন মাসের জেল অথবা আইনজীবী হিসাবে তিন বছর কোনো মামলায় অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন প্রয়াত দেশের প্রথম মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ

গত ১৪ অগাস্ট প্রশান্ত ভূষণকে দোষী সাবস্ত্য করে শীর্ষ আদালত। তাঁর করা দুটো টুইটের জেরেই এই মামলা। প্রথমে শীর্ষ আদালতের তরফে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়। তিনি তা করতে অস্বীকার করেন এবং জানান, আদালত যা শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন কিন্তু ক্ষমা চাইবেন না। আজ সেই মামলার রায় দিল শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ।

You may also like

Leave a Reply!