Home কলকাতা বন্ধ হয়ে গেল প্রাচী মেনকা প্রিয়া সিনেমাহল

বন্ধ হয়ে গেল প্রাচী মেনকা প্রিয়া সিনেমাহল

by banganews

কলকাতা, ২২ নভেম্বর, ২০২০ঃ পুরোপুরি বন্ধ হয়ে গেল কলকাতা ও শহরতলির কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। প্রিয়া, মেনকা, প্রাচী, ইন্দিরা, অশোকা, জয়া, বায়োস্কোপ (দুর্গাপুর), ডাকবাংলো (বারাসাত) সিনেমা হলে শনিবার সকাল থেকেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
হল খোলার পর থেকে সারাদিনে ৪-৫ জন লোক আসছেন সিনেমা দেখতে। তাই আর সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন যাত্রীসংখ্যা বাড়ায় ফের বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সরকারি নির্দেশ মেনে রাজ্যে সিনেমা হল খুলেছিল। সূত্রের খবর, পুজো থেকে এখনও পর্যন্ত বাংলা ছবির হল কালেকশনে ছবির তৈরির ব্যয়ের ২০% অর্থও প্রযোজকের ঘরে আসেনি। করোনার আতঙ্ক কাটিয়ে দর্শক এখনো হলমুখী হতে পারেনি৷ তবে হল আপাতত বন্ধ রাখলেও সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’’ মুক্তির সময় আবার সেগুলি খুলতে পারে বলে ইঙ্গিত দিলেন কয়েকজন হল মালিক।

You may also like

Leave a Reply!