Home বিনোদন মরণোত্তর জাতীয় পুরস্কার সুশান্তকে ?

মরণোত্তর জাতীয় পুরস্কার সুশান্তকে ?

by banganews

দিল্লি, ১৭ অগাস্ট, ২০২০: তিনি চলে যাওয়ার পরে টনক নড়া যাকে বলে আর কি! আসন্ন জাতীয় পুরস্কারের মঞ্চে মরণোত্তর জাতীয় পুরস্কার পেতে পারেন সুশান্ত সিং রাজপুত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুন রাজের করোনা, হবু মা শুভশ্রীকে নিয়ে চিন্তা বাড়ছে

কোনও নির্দিষ্ট ক্যাটেগরির জন্য নয়। শোনা গিয়েছে, বিশেষ সম্মান দেওয়া হবে সুশান্তকে। সুশান্ত সিং রাজপুতের সব ছবি সেভাবে ব্লকবাস্টার হোক, বা না হোক, তাঁর অভিনয় অনুরাগীদের মনে গভীর রেখাপাত করেছে। জীবনকালে নিজের কাজের জন্য সুশান্ত সেভাবে কোনও সম্মান বা পুরস্কার পাননি। সেই ঘাটতি পূরণ করতেই তাঁকে মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়েছে বলে খবর। ভারতীয় সিনেমায় অবদানের জন্যই সুশান্ত সিং রাজপুতকে বিশেষভাবে সম্মানিত করা হবে।
অবশ্য এই সম্মানের বিষয়ে এখনই বিশদে কিছু জানানো হয়নি।

You may also like

Leave a Reply!