Home দেশ ঘুষ না দেওয়ায় এক শিখ ব্যক্তির উপর অত্যাচার পুলিশের

ঘুষ না দেওয়ায় এক শিখ ব্যক্তির উপর অত্যাচার পুলিশের

by banganews

মধ্যপ্রদেশের বড়বানি জেলায় এক শিখ ব্যাক্তিকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, পুলিশকর্মীরা এক শিখ ব্যাক্তিকে চুল ধরে রাস্তায় মারধর করছে। আর ওই ব্যক্তি এক পুলিশ কর্মীর পা ধরে বসে আছেন। জানা গিয়েছে, ভিডিওতে নিগৃহীত ব্যাক্তির নাম প্রেম সিং। থানার পাশে একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবনযাপন করেন তিনি। এই চায়ের দোকানকে ঘিরেই বচসা শুরু হয়।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!