Home বঙ্গ অর্জুন সিং-এর বাড়িতে ফের পুলিশি অভিযান

অর্জুন সিং-এর বাড়িতে ফের পুলিশি অভিযান

by banganews

ব্যারাকপুর, ১৯ অগাস্ট ২০২০ :  ফের পুলিশি হানা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে। এই নিয়ে পরপর তিনবার পুলিশিহানার ঘটনা ঘটলো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর মজদুর ভবনে। তবে গত দু’বার, সার্চ ওয়ারেন্ট না থাকায় ফিরে যেতে হয় পুলিশকে।

আরও পড়ুন :  সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স আবশ্যিক নয়, জানিয়ে দিল SBI

আজ বুধবার আদালতের নির্দেশিকা মেনেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ দলের তরফে তল্লাশি চালানো হয়। নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাঙ্কের টাকা তছরুপের ঘটনায়, এই মুহূর্তে সাংসদ অর্জুন সিং-এর বাড়িতেই তাকে নিয়ে চলছে পুলিশি তল্লাশি।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!