বেইরুট, ৭ ই অগাস্ট, ২০২০ : প্রবল গণআন্দোলনের মুখে লেবানন সরকার। বেশ কিছুদিন ধরেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছিল। এই পরিস্থিতিতে বেইরুটে বিস্ফোরণ আগুনে ঘি ঢেলেছে। জনবসতির কাছেই কিভাবে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট মজুত রাখা হয়েছিল তার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবাদে পথে নেমেছেন লেবাননের মানুষ।
আরও পড়ুন কেরালার মুন্নারে ভূমিধ্বসে মৃত ১৫ , উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে
অন্যদিকে বিস্ফোরণকাণ্ডে তদন্তের জন্য এখনও পর্যন্ত ১৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
লেবানিজ সরকারের বিদেশ মন্ত্রী চার্বেল ওহেবে জানিয়েছেন আগামী চার দিনের মধ্যে তদন্ত শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন বেইরুটের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ৩৩ মিলিয়ন ইউরো সাহায্য ঘোষণা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
প্রসঙ্গত সরকারি হিসেবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৫৭ জন, আহত ৫,০০০ এরও বেশি মানুষ।
আরও পড়ুন কেরালায় ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান, পাইলটের মৃত্যু
বিক্ষোভকারীরা সে দেশের রাজনৈতিক নেতাদের পারস্পরিক কাদা ছোড়াছুড়ির নিয়ে বিতশ্রদ্ধ। জনৈক এক আন্দোলনকারী মহিলা ক্রন্দনরত অবস্থায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলেন দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলে পুরতে পারলে তবেই তাদের রাগের আগুন প্রশমিত হবে। বিশ্বজোড়া মহামারী পরিস্থিতিতে প্রায় ৩০০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ফলে বেইরুট তথা তদসংলগ্ন বহু অঞ্চলে আবহাওয়া বিষিয়ে উঠেছে। আন্দোলনকারীরা বর্তমান পরিস্থিতিকে ‘অ্যাপোক্যালিপস’ ও বীভৎস দুঃস্বপ্নের সাথে তুলনা করছে।