Home বঙ্গ বগটুইয়ে উপপ্রধান খুনে গ্রেপ্তার আরও তিন

বগটুইয়ে উপপ্রধান খুনে গ্রেপ্তার আরও তিন

by banganews

রামপুরহাট কাণ্ডে প্রথম থেকেই কড়া মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দোষীরা শাস্তি পাবে, নিজের দলকেও বেয়াত করবেন না। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃনমূল নেতা আনারুলকে । এবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হল। উল্লেখ্য গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার আরও ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি। এদিকে বগটুই কাণ্ডে তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। বহুবার ঘটনাস্থলে গিয়েছেন আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহও করেছেন তাঁরা।

 

রামপুরহাট ঘটনায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদলের

এই ঘটনায় ধৃতদেরও দফায় দফায় রামপুরহাটে অস্থায়ী ক্যাম্পে জেরা করে সিবিআই। এই ঘটনায় এবার ২ দমকল আধিকারিককে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ঘটনার রাতে ঠির রী ঘটেছিল, তা জানতেই তাঁদের তলব করা হবে। ওই দমকল আধিকারিকদের বয়ান রেকর্ড করা হবে। যদিও সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

You may also like

Leave a Reply!