Home কলকাতা করোনা পরিস্থিতি নিয়ে ভারচুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর ১৬ এবং ১৭ জুন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে

করোনা পরিস্থিতি নিয়ে ভারচুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর ১৬ এবং ১৭ জুন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে

by banganews

বিগত দুমাস ধরে চলেছে লকডাউন। কিন্তু সামান্য কয়েকদিন লকডাউন শিথিল করতেই নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

আগামী ১৬ এবং ১৭ জুন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনলাইনেই ওই সভা অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর।

শুক্রবার ভারতে করোনাভাইরাস সংক্রমনে রেকর্ড সংখ্যক দৈনিক বৃদ্ধি ঘটেছে এবং এই সপ্তাহে প্রতিদিন প্রায় ১০,০০০ টি করে নতুন সংক্রমণের খবর মিলেছে। বর্তমানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ সংক্রমণের তালিকায় ভারত । সরকারিভাবে প্রায় ৮,৫০০ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে, যদিও আসল সংখ্যাটা বহুলাংশে বেশি বলেই মানুষের বিশ্বাস।

আরো পড়ুন –‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভে সামিল ব্রিটেনও

প্রায় ৭০ দিনের লকডাউন শেষে অর্থনীতিকে পুনরুদ্ধারে উদ্বিগ্ন সরকার এই সপ্তাহে বেশিরভাগ পাবলিক ট্রান্সপোর্ট, অফিস এবং মল চালু করেছে, স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশে সংক্রমণ কমার এখনই কোনও চিহ্ন নেই৷

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা বেড়েছে ১০,৯৫৬, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে নতুন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নয়াদিল্লিতে, পরিস্থিতি আশঙ্কাজনক । বাণিজ্য নগরী মুম্বইয়েই মৃতের সংখ্যা ২০০০ এর বেশি।

আরো পড়ুন – করোনা পরবর্তী সময়ে টেলিপাড়ার ছবিটা ঠিক কেমন হবে? জানালেন সত্রাজিৎ সেন 

নতুন করে আবার লকডাউন ঘোষণা হবে কি না তা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জল্পনা৷

You may also like

Leave a Reply!