Home বিনোদন কবিতা দিয়ে স্বপ্ন দেখাচ্ছেন সুহান বসু

কবিতা দিয়ে স্বপ্ন দেখাচ্ছেন সুহান বসু

by banganews

অজানা মায়ায়, ভালবাসার টানে মানুষ মানুষের কাছে ফিরে আসতে চায়। বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধ বাবার স্বেচ্ছায় ফিরে আসার গল্প নিয়ে তৈরী ‘ফিরে এসো নক্ষত্ররা’ মুক্তি পেয়েছে ২৮ শে জুন। সুহান বসুর লেখাটিতে কন্ঠ দিয়েছেন, সবার প্রিয় সতীনাথ মুখোপাধ্যায়। শব্দ সংযোজন করেছেন সানন্দিতা চ্যাটার্জ্জী। প্রচ্ছদ এঁকে ভিডিওটি সাজিয়েছেন অপূর্ব অধিকারী ও শুভজিৎ ঘোষ। ভিডিওটির সম্পাদনা করেছেন রাহুল বসাক।

আরও পড়ুন :  মহাকাশ থেকে তোলা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ছবি

সুহানের কবিতা লেখার নেশা বহুদিনের। এছাড়াও কবিতা ও আবৃত্তির সাথে জড়িয়ে রয়েছেন ছোটবেলা থেকেই। কলকাতায় থাকতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ও যাদবপুরে পড়াশোনা করার সুবাদে কলেজের অনুষ্ঠানে বিখ্যাত আবৃত্তিকারদের আবৃত্তি শোনার সুযোগ হত প্রায়ই। কবি জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, সুবোধ সরকার, শুভ দাসগুপ্ত, মল্লিকা সেনগুপ্ত ওনার প্রিয়। পেশাগত ব্যস্ততায় কবিতা নিয়ে কাজ করার ইচ্ছাটা চাপা পড়ে গেলেও অবশেষে আবার সেখানে ফিরে আসতে পেরেছেন সুহান। কবিতার মধ্যে দিয়ে তিনি গল্প বলতে চান। ছবির মাধ্যমে- সেটা তুলে ধরতে চান দর্শকদের মনে।

আরও পড়ুন :  গুগল আর্থের রহস্যময় ছবি, ৪০০ ফুট গভীর বরফের নিচে আস্ত জাহাজ

অক্লান্তভাবে কবিতা নিয়ে বেশ কিছু বছর এক্সপেরিমেন্ট করে চলেছেন সুহান। “কবিতাগুলো খুব ভালো”, “নতুন দৃষ্টিভঙ্গিতে লেখা” বা “এই রকম এক একটা সাধারণ ঘটনাকে নিয়ে এমন ভাবেও লেখা যায়!” কিংবা “কবিতা পড়তে পড়তে চোখের সামনে ছবি ভেসে উঠছে” এরকম মন্তব্য সুহান অনেকের কাছেই শুনেছেন নিজের কাজ নিয়ে। আজকাল কবিতা শোনার লোকের সংখ্যা কম। তবুও লোকের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন তিনি। তাঁর এই নতুন আঙ্গিকে ‘কবিতা’ নিয়ে কাজ পছন্দ করছেন মানুষ। Friends FM-এর গানের ফেরিওয়ালা রাজা দাস, যিনি কবিতা নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন, তাঁর কথায়, “এ তো কবিতা শোনা নয়, কবিতা দেখা। কবিতার সাথে সাথে সিনেমা দেখছি”। মীর জানিয়েছেন “কবিতা নিয়ে একটা অভাবনীয় কাজ হয়েছে। একেবারে নতুনত্ব, আমি অভিভূত”।

আরও পড়ুন :  ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

সাধারণত সিনেমা, গান বা বাদ্যযন্ত্রের তুলনায় কবিতার এ্যালবামের জনপ্রিয়তা অনেকটাই কম। কিন্তু সুহানদের নতুনত্ব হল কবিতার সাথে সিনেমা বা সিনেমার সাথে কবিতা। আর এখানেই বাজিমাত। কবিতা লেখার পরে সবাই মিলে সেটা পড়েন সুহানরা, তারপরে যোগাযোগ করেন আবৃত্তিকারের সাথে। সতীনাথ মুখোপাধ্যায়, মীর, অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু, রাজা দাস, অন্তরা দাস, চন্দ্রিমা দাসের মতো স্বনামধন্য শিল্পীদের সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন। তবে কবিতাকে নিয়ে এক্সপেরিমেন্টে আরো অনেকটা এগিয়ে যেতে চান তিনি। কবিতার প্রতি আরও ভালোবাসা তৈরি হোক অন্য মানুষদের মনেও, এটাই কাম্য সুহানের।

 

You may also like

Leave a Reply!