TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভারতে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চাইল ফাইজার

বঙ্গ নিউস, ৬ ডিসেম্বর, ২০২০ঃ ব্রিটেন ইতিমধ্যেই ফাইজার করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে সাধারণ মানুষের জন্য। এবার ভারতের বাজারে আসতে চাইছে ফাইজার। নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে ভারতের বাজারে নিয়ে আসতে চাইছে এই মার্কিন সংস্থা। প্রথম সংস্থা হিসাবে DCGI এর কাছে ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র চাইল ফাইজার। ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড বা রাশিয়ার স্পুটনিক ভি এর ট্রায়াল শুরু হলেও ফাইজারের কোনো ট্রায়াল হয়নি। এদিকে গত বুধবার ব্রিটেনে ফাইজার কে ছাড়পত্র দেওয়া হয়েছে। তখন কোনো নিশ্চয়তাই ছিল না ফাইজার ভারতে আসবে কিনা। কিন্তু গতকালই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে সরাসরি ভ্যাকসিনের বাণিজ্যিক ব্যবহারের অনুমতি চাইল ফাইজার।

আরও পড়ুন ‘কোনো প্রোটোকল ভাঙিনি’ সাফাই দিলেন অনিল ভিজ

তারা জানিয়েছে ভারতে এই ভ্যাকসিন ভারতে আমদানি, বিতরণ ও বিক্রি করতে চায়। এমনকি ট্রায়াল ছাড়া জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন বিতরণ করতে চায় ফাইজার। এখন প্রশ্ন হল কতটা কার্যকর হবে এই ভ্যাকসিন। যদিও ফাইজারের দাবি তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুধুমাত্র দাবির উপর ভিত্তি করেই ব্রিটেন ফাইজারকে ছাড়পত্র দিয়েছে। এবার ভারত সরকার কি সেই পথেই হাঁটবে না কি ট্রায়ালের ব্যবস্থা করবে কারণ ট্রায়াল ছাড়া অনুমতি দেওয়া ঝুঁকিপূর্ণ। এদিকে ভারত অক্সফোর্ডের ভ্যাকসিনের উপর ভরসা করে রয়েছে অনেকটাই। সেরামের তত্ত্বাবধানে এই ভ্যাকসিনের ট্রায়ালে ভালো ফল মিলেছে। সম্ভবত আগামী সপ্তাহেই সেরাম নিজেদের ভ্যাকসিন বাণিজ্যিক ব্যবহারের অনুমতি চাইবে। এখন দেখার সরকার এখনই ফাইজার কে অনুমতি দেয় না অক্সফোর্ডের জন্য অপেক্ষা করে।