Home দেশ ফ্রি ট্রাভেলের অনুমতি দিল সিঙ্গাপুর

ফ্রি ট্রাভেলের অনুমতি দিল সিঙ্গাপুর

by banganews

কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ় নেওয়া না থাকলে এ দেশে প্রবেশ করা যাবে না। পয়লা অক্টোবর থেকেই ১১টি দেশের পর্যটকদের জন্য সিঙ্গাপুরের দরজা খুলে গেলেও রয়েছে হাজারো বিধি-নিষেধ। কিন্তু সেই ১১টি দেশের তালিকায় ভারতের নাম নেই।

সিঙ্গাপুর সরকারের ভিটিএল স্কিমে ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা-সহ দেশগুলির বাসিন্দারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। তালিকায় ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখ থাকলেও এশিয়া থেকে শুধুমাত্র ব্রুনাই-য়ের নাম রয়েছে। চিন, ভারত ও ইন্দোনেশিয়া এখনও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

আরো পড়ুন

কলকাতায় চালু হতে চলেছে মহাকাশ মিউজিয়াম

সিঙ্গাপুর এয়ারলাইন্স ১৪ টি শহরে ভিটিএল ফ্লাইট পরিষেবা সম্প্রসারণ করছে, বিশেষ সপ্তাহে বিশেষ মনোনীত পরিষেবার বিষয়ে আরও পয়েন্ট ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য কিছু বিধি-নিয়মের নির্দেশিকা দেওয়া হয়েছে।

যেমন, এই দেশে প্রবেশ করতে হলে টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতেই হবে।বিমানবন্দরে পৌঁছানোর আগে করাতে হবে আর টি পি সি আর টেস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনের মাধ্যমে ভ্রমণকারীদের টিকা গ্রহণ করতেই হবে, এমনটাই নির্দেশিকা দেওয়া রয়েছে।

আগামী ১৫ নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়া থেকে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ় নেওয়া পর্যটকদের এই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

You may also like

Leave a Reply!