কলকাতা, ৯ ই অগাস্ট, ২০২০ : এবার থেকে তাদের প্রত্যেক মহিলা কর্মীর জন্য ১০ দিন পর্যন্ত ‘পিরিয়ড লিভ’ চালু করছে জ্যোমাটো। অনলাইন রেস্টুরেন্ট গাইড এবং খাবার ডেলিভারি সংস্থা শনিবার জানিয়েছে.. সংস্থাতে মহিলাদের জন্য আরও ব্যপ্ত, ও ”ইনক্লুসিভ ওয়ার্ক কালচার” তৈরি করতেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন দলের মধ্যেই শাড়ি বিক্রির চেষ্টা, বিতর্কে অগ্নিমিত্রা
জ্যোমাটোর প্রতিষ্ঠাতা এবং সিইও দিপিন্দার গয়াল একটি ব্লগ পোস্টে লেখেন, “জ্যোমাটোতে আমরা বিশ্বাস, সততা ও গ্রহণযোগ্যতার এক সংস্কৃতি বিকশিত করতে চাই। আজ থেকে, আমাদের সংস্থায় কর্মরত প্রতিটি মহিলাকে ( এমনকি তৃতীয় লিঙ্গের কর্মীও) বাৎসরিক ১০ দিন পর্যন্ত ‘পিরিয়ড লিভ’ দেওয়া হবে।
তিনি আরও জানান ‘পিরিয়ড’ অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, এতে কোনও লজ্জা বা কালিমা নেই। প্রত্যেক মহিলা কর্মী কোম্পানির সম্পদ। তারা নির্দ্বিধায় ইন্টারনাল গ্রুপে বা কোম্পানিকে মেইল করে তাদের প্রয়োজনীয় ছুটি চেয়ে নিতে পারেন।
আরও পড়ুন সুশান্তের ফরেন্সিক পরীক্ষায় তথ্য পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন
জ্যোমাটোর সিইও সেই ব্লগেই পুরুষ কর্মচারীদের উদ্দেশে লেখেন, “আমাদের মহিলা কর্মীরা এসে পিরিয়ড লিভের দরখাস্ত করলে তাতে অপ্রস্তুত হওয়ার কোনো কারণ নেই। মেনস্ট্রুয়াল ক্রাম্প খুবই বেদনাদায়ক, আমাদের সহযোগিতায় মহিলা সহকর্মীরা ওই দিনগুলিতে বিশ্রাম পেতে পারেন। এভাবেই আমরা একটা আদর্শ কর্মসংস্কৃতি গড়ে তুলতে পারব।”