Home খেলা আইপিএল টাইটেল স্পনসরশিপ দৌড়ে এগিয়ে পতঞ্জলি

আইপিএল টাইটেল স্পনসরশিপ দৌড়ে এগিয়ে পতঞ্জলি

by banganews

আইপিএল এর টাইটেল স্পনসর করতে পারে পতঞ্জলি৷ পতঞ্জলি ব্র্যান্ডকে গ্লোবাল মার্কেটিং প্লাটফর্ম দিতে চাইছে সংস্থা। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তারা প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন পতঞ্জলির মুখপাত্র তইজরা ওয়ালা।

চিনা জিনিস বর্জন করতে হবে তাই আত্মনির্ভর প্রকল্পের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার।তাই চিনা কোম্পানি ভিভো করছে না আইপিএলের টাইটেলের স্পনসর৷ এখন এই অবস্থায় বেশকিছু বড়ো ব্র্যান্ডের সঙ্গে পতঞ্জলীও আইপিএলের ত্রয়োদশ মরশুমে টাইটেল স্পনসরশিপ এর তালিকায় নাম লিখিয়েছে৷

আরও পড়ুন বেইরুট বিস্ফোরণের জের, পদত্যাগ লেবাননের প্রধানমন্ত্রীর

ভারত আর চিনের মধ্যে জুন মাসে হওয়া সংঘর্ষের পর ভারতে চিনা প্রোডাক্ট নিষিদ্ধ হয়েছে৷ তারই প্রভাব পড়েছে আইপিএল এ।

মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে তেমন কোন স্থান নেই পতঞ্জলির৷ তাই আইপিএলের টাইটেল স্পনসরশিপ এ যদি সুযোগ পাওয়া যায় সে ক্ষেত্রে আখেরে লাভ পতঞ্জলির। পতঞ্জলি ছাড়া আইপিএলএর টাইটেল স্পনসরশিপের দৌড়ে রয়েছে জিও, অ্যামাজন, টাটা গ্রুপ, ড্রিম১১ এবং বাইজু-র মত সংস্থা। অর্থাৎ বিসিসিআিই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথা মতোই ভিভো সরে গেলেও কোনো ভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না আইপিএলকে।

You may also like

Leave a Reply!