বঙ্গ নিউস, ২১ নভেম্বর, ২০২০ঃ ফের বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক হাবিলদারের। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। নওসেরা সেক্টরের কাছে কাল বিকেলে পাকিস্তানের ড্রোন দেখা যায়। গুলি চালিয়ে সেই ড্রোন নামানোর চেষ্টা করা হলে তা পাক সীমায় টপকে যায়। বারবার যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন করছে পাকিস্তান। গতকাল নিয়ন্ত্রণরেখা টপকে ৭০০ মিটার ঢুকে পড়েছিল পাকিস্তানের ড্রোন। ফের আজ সকালে হামলা চালায় পাকিস্তান।
আরও পড়ুন ভ্যাকসিন বিতরণের কৌশল নির্ধারণে জরুরী বৈঠক সারলেন প্রধানমন্ত্রী
২৬/১১ এর পুনরাবৃত্তি করতে চেয়ে বারবার হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জম্মুর নাগোরটা জেলায় হামলার ছক বানচাল করে দেয় ভারতীয় সেনা জওয়ানরা। সরকারি সূত্রে খবর ২৬/১১ র বর্ষপুর্তিতে ফের হামলা চালাতে চাইছে একাধিক জঙ্গি সংগঠন। সেই কারণে সেনা সিআরপিএফ সহ সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।