Home দেশ কৃষক বিলের বিরোধিতা, ডেরেক দোলা সেন সহ ৮ সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কৃষক বিলের বিরোধিতা, ডেরেক দোলা সেন সহ ৮ সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

by banganews

বঙ্গ নিউস, ২১ সেপ্টেম্বর, ২০২০ঃ  রবিবার রাজ্যসভায় কৃষক বিল নিয়ে ব্যাপক গন্ডগোলের জেরে সাসপেন্ড করা হলো বিরোধী দলের আট জন সাংসদকে। এই আটজনের মধ্যে রয়েছেন এ রাজ্যের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন, কে কে রাগেশ, সৈয়দ নাজির হোসেন, সঞ্জয় সিং, রাজিব শতাভ, রিপুন বরা, এবং এলামারান করিম।

আরও পড়ুন সমুদ্রে গর্ভে তলিয়ে যেতে পারে গোটা পৃথিবী! চাঞ্চল্যকর প্রমাণ মিলল নাসায়

সোমবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান,”সংসদে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য এক সপ্তাহ সাসপেন্ড করা হয়েছে
ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন, কে কে রাগেশ, সৈয়দ নাজির হোসেন, সঞ্জয় সিং, রাজিব শতাভ, রিপুন বরা, এবং এলামারান করিম কে৷
রবিবার রাজ্যসভায় কৃষি বিল নিয়ে আলোচনার সময় ব্যাপক গন্ডগোল হয়। রাজ্যসভায় ওয়েল এ নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। রুল বুক ছিঁড়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবারে অধিবেশনে ওয়েল এ নেমে বিক্ষোভ দেখানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও রবিবার সেই বিধি-নিষেধ লঙ্ঘন করতে দেখা যায় বিরোধী দলের সাংসদদের।

You may also like

Leave a Reply!