TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জোর করে কৃষিবিল পাস সহ একাধিক অভিযোগে রাষ্ট্রপতির দারস্থ বিরোধীরা

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২০ : সংসদে কৃষি বিল পাস ও রাজ্যসভার আটজন সাংসদকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংসদের অধিবেশন বয়কট চালিয়ে যাচ্ছেন বিরোধী সাংসদরা। বিরোধীদের দাবি না মানা পর্যন্ত সংসদের দুই কক্ষেই অচলাবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন ৭ রাজ্যের করোনা পরিস্থিতি লাগাম টানতে বৈঠকে বসছেন মোদী

বুধবার বিকেলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিরোধী দলের সাংসদদের একটি প্রতিনিধি দল। জোর করে কৃষিবিল পাস করানোর অভিযোগ জানানোর পাশাপাশি এই বিল পাস করানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, রাষ্ট্রপতিকে পুরো ঘটনার বিচার বিশ্লেষণ করার আবেদন জানাতে পারেন তাঁরা।
মঙ্গলবার রাতেও বরখাস্ত সাংসদরা সংসদ ভবনে ছিলেন। এবার কৃষি বিল নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই সাংসদরা।

পাশাপাশি কংগ্রেস, বাম, এনসিপি সহ একাধিক বিরোধী দলের নেতারা কেন্দ্রের আনা এই বিলের বিরুদ্ধে জোর সওয়াল করেছেন।