Home প্রযুক্তি আজ থেকে কেনা যাবে ওপ্পো ওয়াচ, যা টেক্কা দেবে অ্যাপেলকে

আজ থেকে কেনা যাবে ওপ্পো ওয়াচ, যা টেক্কা দেবে অ্যাপেলকে

by banganews

চাইনিজ কোম্পানি ওপ্পো কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ করেছিল তাদের স্মার্ট ওয়াচ।
স্মার্টফোন ওপ্পো রেনো ৪ প্রো’র সঙ্গেই লঞ্চ হয়েছিল এই স্মার্ট ওয়াচ। আজ থেকে সাধারণ ক্রেতারা কিনতে পারবেন এটি। যেকোনো অনলাইন ই-কমার্স স্টোর যেমন আমাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে অফলাইন মার্কেটেও মিলবে নয়া প্রযুক্তির এই ওয়াচ।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!