বঙ্গ নিউস, ৩০ নভেম্বর, ২০২০ঃ গত বৃহস্পতিবার, আরব সাগরের উপরে ভেঙে পড়েছিল ভারতীয় নৌসেনার যুদ্ধ বিমান MiG-29K। তিন দিন পর রবিবার রাতে ওই যুদ্ধ বিমানটির কিছু যন্ত্রাংশের খোঁজ মিলেছে। সূত্রের খবর ওই বিমানটির জ্বালানী ট্যাঙ্ক, টার্বো চার্জার ও ল্যান্ডিং গিয়ারের সন্ধান মিলেছে তবে তা উদ্ধার হয়নি।
আরও পড়ুন রাজনীতি নয়, এখন কৃষ্ণনামে মেতেছেন শুভেন্দু
এদিকে দুইজন পাইলটের মধ্যে নিশান্ত সিং নামের একজন পাইলট নিখোঁজ ছিলেন, তাঁর এখনও খোঁজ পাওয়া যায়নি। এখনও তল্লাসি চলছে নিশান্ত সিংয়ের খোঁজে। ভারতীয় নৌসেনার তরফে এমনটাই জানানো হয়েছে। MiG-29K এর খোঁজে ৯ টি যুদ্ধ জাহাজ ও ১৪ টি বিমান নেমেছে। ভারতীয় নৌসেনার ফাস্ট ইন্টারসেপ্টার ক্রাফটকেও কাজে লাগান হয়েছে। পাশাপাশি তল্লাসি চালাচ্ছে কোস্টাল পুলিসও।