Home দেশ করোনায় শেষ নয়, আসছে আরও মহামারী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় শেষ নয়, আসছে আরও মহামারী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

by banganews

একা করোনায় রক্ষা নেই, আবার সুগ্রীব দোসর! এই দোসরটি কে, এখনও অজানা। তবে এর পরেই এমন এক দোসর যে আসতে পারে, সে ব্যাপারে এখন থেকেই সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, করোনা ভাইরাসকে আপাতত সামলে নেওয়া গেছে। তার সঙ্গে বসবাস করার রাস্তাগুলো খুঁজে পাওয়া গেছে। তাই প্রয়োজনীয় সতর্কতা এবং সাবধানতা সম্পর্কে সচেতন হয়েছে মানুষ। কিন্তু মহামারীর এখানেই শেষ নয়। বরং এর পরবর্তী মহামারীর জন্য খুব তাড়াতাড়ি তৈরি হয়ে উঠতে হবে বলে সাবধান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গম্ভীরের বাড়িতে করোনা

যদিও সেই মহামারীটি ঠিক কী, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু বলেছে, করোনা ভ্যাক্সিন এসে যাওয়া মানেই যে সমস্ত সঙ্কটের ইতি, তা কিন্তু নয়। বিশ্বের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও তৎপর হতে হবে বলে আগাম জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

You may also like

Leave a Reply!