বঙ্গ নিউস, ৪ জানুয়ারি, ২০২১ঃ নতুন বছরের শুরুতে দুর্দান্ত সুযোগ নিয়ে এল হল LIC। একবার টাকা দিলে সারাজীবন পেনশন দেবে LIC। New Jivan Shanti Yojona নামে একটি নতুন স্কিম নিয়ে এসছে LIC। এই স্কিমের আওতায় থাকা গ্রাহকরা অবসরের পর প্রতি মাসে টাকা পাবেন। এই পলিসিতে বিনিয়োগের জন্য বেশ কিছু পরিবর্তিত সুবিধা রয়েছে।
আরও পড়ুন স্কুলের গণ্ডি পেরোয়নি, অথচ সিগারেটে টান? আসছে নতুন আইন
এই স্কিমে পেনশনের সময় নির্ধারিত করা যাবে। বয়স হতে হবে কমপক্ষে ৩০ , আর এখনই পেনশন চাইলে ৮৫ এর বেশি হওয়া যাবে না। কোনো গ্রাহক যদি ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প পছন্দ করেন তবে তাঁকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার প্রিমিয়াম জমা দিতে হবে। এই টাকা জমা দিলে প্রতিমাসে ৫৬১৭ টাকা করে পেনশন পাবেন গ্রাহক। অপর বিকল্প হিসাবে ৮.৭৯ থেকে ২১.৬ শতাংশ সুবিধা পাবেন গ্রাহক। এই পলিসিতে লোনের সুবিধা রয়েছে। এই স্কিমটি বাবা মা, ভাই বোনের সঙ্গে জয়েন্টও খোলা যাবে। এটি সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।