Home কলকাতা করোনা আবহে রাধাষ্টমী দিন ভক্ত শূন্য দক্ষিণেশ্বর আদ্যাপিঠ

করোনা আবহে রাধাষ্টমী দিন ভক্ত শূন্য দক্ষিণেশ্বর আদ্যাপিঠ

by banganews

কোভিড ১৯ অতিমারির প্রকোপে নাজেহাল দেশবাসী। কড়া লকডাউনের পর ধর্মীয় স্থান গুলি খোলার অনুমতি পেলেও সংক্রমণের ভয়ে এখনও নানা বিধি নিষেধ মেনেই চলতে হচ্ছে সকলকেই।
আজ রাধাষ্টমী। প্রতিবছর রাধাষ্টমীর দিন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপিঠে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম। তবে এই করোনা পরিস্থিতির মধ্যে, প্রায় ভক্ত শূন্য আদ্যাপিঠ অঞ্চল।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!