Home কলকাতা নিয়োগপত্র থাকা সত্ত্বেও কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ চিড়িয়াখানায়

নিয়োগপত্র থাকা সত্ত্বেও কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ চিড়িয়াখানায়

by banganews

কলকাতা, ৪ ডিসেম্বর, ২০২০ঃ হাতে রয়েছে বন সহায়ক পদের নিয়োগপত্র কিন্তু এর পরেও কাজে যোগ দিতে বাধা দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই অভিযোগে শুক্রবার সকালে উত্তাল আলিপুর চিড়িয়াখানা চত্বর। ঘটনা সামাল দিতে পুলিশ এলে তাঁদের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেলেন একজন ভারতীয়

বিক্ষোভকারীদের কথায় তাঁদের কাছে বন সহায়ক পদের নিয়োগপত্র রয়েছে তবুও তাঁদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। কাজের দাবিতে অনড় থাকে চাকরিপার্থীরা। এবিষয় চিড়িয়াখানার ভিতরে বৈঠকও হয়। তবে সমস্যার মধ্যে পড়ে চিড়িয়াখানায় আগত দর্শকরা। বেশ কিছুক্ষণ ভেতরে আটকে থাকতে হয় তাঁদের। অন্যদিকে এই ঘটনার জেরে কর্মবিরতির ডাক দিয়েছে চিড়িয়াখানার কর্মী সংগঠন। সংগঠনের দাবি চার জনের পাকা চাকরির কথা থাকলেও বনদপ্তর ২৫০ জনকে কন্ট্রাক্টচুয়ালে ডেকে পাঠিয়েছে। এই সমস্যার সুষ্ঠু সমাধান না হলে কর্মবিরতি চলবে। জানানো হয়েছে আপাতত বন্ধ থাকবে আলিপুর চিড়িয়াখানা।

You may also like

Leave a Reply!