Home কলকাতা মা হলেন নুসরত জাহান

মা হলেন নুসরত জাহান

by banganews

পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল৷ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫-এ পুত্র সন্তান এর জন্ম দিয়েছেন নুসরত।

অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর থেকেই সোশাল মিডিয়ায় ছিল নানারকমের ব্যাঙ্গ বিদ্রুপ৷ কিন্তু তাতে কোনরকম কর্ণপাত না করে নিজের এবং সন্তানের যত্নের প্রতি মন দিয়েছিলেন নুসরত৷
অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরত বলেছিলেন, ‘‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’’

” দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।” তাই সমাজের চোখরাঙানি উপহাস উপেক্ষা করে তিনি নিজের জীবন বেছে নিয়েছেন৷ তাঁর মতে, প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না। নিজের পছন্দ আর ইচ্ছেকেই যে প্রত্যেক মহিলাকে প্রাধান্য দিতে হবে, এই কথাই বার বার নেটমাধ্যমে বলতে চেয়েছেন নুসরত।

You may also like

Leave a Reply!