গ্যাস থেকে শুরু করে পেট্রোলের দাম দিনে দিনে বেড়েই চলেছে। এতেই নাজেহাল সাধারণ মধ্যবিত্ত। এবার গোদের উপর বিষফোঁড়া। দাম বাড়তে চলেছে ওষুধের। প্যারাসিটামল-সহ প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অফ ইন্ডিয়া। এপ্রিল থেকেই কার্যকর হবে নয়া দাম। পয়লা এপ্রিল থেকে প্রায় আটশো ওষুধের দামও বাড়তে চলেছে। ওষুধগুলির মধ্যে রয়েছে সাধারণ জ্বর-ব্যথার দাওয়াই । প্যারাসিটামল থেকে শুরু করে পেট খারাপের ওষুধ এমনকী, গ্যাসের ওষুধেরও একটা বড় অংশ।
রকেট হামলায় সৌদির তেল ডিপোতে বিস্ফোরণ
জ্বর, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ, রক্তাল্পতা, হৃদরোগ এবং ত্বকের কিছু ওষুধের দাম বাড়ছে প্যারাসিটামল থেকে শুরু করে নার্ভ, কোলেস্টোরলের ওষুধও দামি হবে ৷ প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি ১০.৭৬ শতাংশ বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ)-র বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।