Home দেশ এবার দুয়ারে ভ্যাক্সিন

এবার দুয়ারে ভ্যাক্সিন

by banganews

 

২০২১  এর শুরু থেকেই ভারতের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  ইতিমধ্যে কয়েক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী Co Win পোর্টালে নাম নথিভুক্ত করলে টিকাকরণ কেন্দ্রে গিয়ে করোনার টিকা নেওয়া যাচ্ছে । কিন্তু প্রত্যেকটা সেন্টারে লম্বা লাইন।  বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের ওই লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়া প্রায় অসম্ভব।  তাই অনেকেই টাকা নিচ্ছেন না।  এই সমস্যার সমাধান করতে এবার দুয়ারে ভ্যাকসিন এর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Countries in the Americas notified of first COVID-19 vaccine allocations  through COVAX - PAHO/WHO | Pan American Health Organization

সাংবাদিক বৈঠকে নীতি আয়োগ এর সদস্য ভি. কে. পাল বলেন যারা টিকাকরণ কেন্দ্রে যেতে অক্ষম তাদের জন্য বাড়িতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।  যারা শারীরিকভাবে অক্ষম বা যাতায়াত করতে পারে না তাদের জন্য এই পরিষেবা দেওয়া হবে।  কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে সমস্ত মানুষরা টিকাকরণ কেন্দ্রে যেতে অক্ষম সেই সমস্ত মানুষদের তালিকা তৈরি করা হচ্ছে।  জেলাস্তরে এই সমস্ত তালিকা তৈরি করা হবে।  ভারতের প্রায় এক-তৃতীয়াংশ নাগরিক ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন।  দুই তৃতীয়াংশ মানুষ পেয়েছেন একটি ডোজ৷  এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে৷

 

রাজ্যের তরফে বিনামূল্যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং, আজই আবেদন করুন

দেশের মধ্যে একমাত্র কেরলে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষেরও বেশি।  নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 32 হাজার জন।  দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৪৯৮ জন৷

 

 

You may also like

Leave a Reply!