TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার গ্যাস ডিস্ট্রিবিউটর বেছে নিন পছন্দ মত

পুরনো নিয়মের বদল ঘটিয়ে এবার রান্নার গ্যাস বুকিং এর জন্য চালু হচ্ছে নতুন নিয়ম। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রান্নার গ্যাস উপভোক্তাদের জন্য  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) চালু করেছে এই নতুন নিয়মটি।

আসুন জেনে নেওয়া যাক এই নতুন নিয়ম সম্পর্কে

নিয়মে বলা হয়েছে গ্রাহক তাদের ইচ্ছানুসারে ডিস্ট্রিবিউটর বদলাতে পারবে। গ্রাহকদের এলপিজি সিলিন্ডার রিফিল করার জন্য এবার থেকে তারা ডিস্ট্রিবিউটর সিলেক্ট করার সুবিধা পাবেন। এই কাজটি সম্পূর্ণ করা হবে ইন্ডিয়ান অয়েলের “ওয়ান অ্যাপ” নামক মোবাইল অ্যাপের মাধ্যমে।

আরো পড়ুন

সেপ্টেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

 

এই অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুকিং করতে হলে প্রথমে আইওসি -র পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে।

তারপর অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা দেখে নিতে পারবেন তাদের এলাকার পুরো ডিস্ট্রিবিউটরের লিস্ট। এবং সেই ডিস্ট্রিবিউটরের তালিকার পাশে দেখাবে সেই ডিস্ট্রিবিউটরের থেকে সংগ্রহ করা গ্রাহকদের পরিষেবার রেটিং।

যদি দেখা যায় কোন ডিস্ট্রিবিউটরের রেটিং ভালো না, তাহলে গ্রাহকরা সেই ডিস্ট্রিবিউটরের থেকে পরিষেবা নিতে অস্বীকারও করতে পারবেন। তাই
গ্রাহকরা তাদের পছন্দ মতো ডিস্ট্রিবিউটর বদলাতে পারবেন। এই ডিস্ট্রিবিউটর সিলেক্ট করার গ্রাহকরা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট cx.indianoil.in গিয়ে করতে পারবেন। এছাড়া সরকারি অ্যাপ উমাংয়ের মাধ্যমেও রিফিল বুক করতে পারবেন।