Home বিদেশ অতিমারির বিশ্বে এক বিশ্বায়িত কবির হাতে সাহিত্যের নোবেল

অতিমারির বিশ্বে এক বিশ্বায়িত কবির হাতে সাহিত্যের নোবেল

by banganews

বঙ্গ নিউস, ৮ অক্টোবর, ২০২০ঃ  প্রায় একদশক পর কবিতা নোবেল পেল। এক নারী কবি নোবেল পেলেন। এবছরের চতুর্থ নারী নোবেল পেলেন। সাহিত্যে নোবেল ঘোষণার দিনটা এমনই বর্ণ আর ছন্দে জমজমাট।
যদিও কবির কোনও নারী-পুরুষ হয় না। তবু মার্কিন কবি লুই গ্লুক পরিচয়ে এক নারী। বয়স ৭৭। মূলত নির্জনতা আর সত্তার খোঁজ তাঁর লেখনীতে। ‘আমি’কে খোঁজেন। কিন্তু নিঃসঙ্গ নন।

আরও পড়ুন লক্ষ্মীপুজো করে তৃপ্তি পান হলিউডের নায়িকা

নিউ ইয়র্কের জাতিকা লুই পেশায় অধ্যাপিকা। আর নেশা তাঁর ছন্দের, শব্দের। ১৯৬৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ফার্স্টবর্ন’। বছর সাতেক পরে দ্বিতীয়টি ‘দ্য হাউস অন মার্শল্যান্ড’। সাড়া জাগাল এটিই। ১৯৯২ সালে এল ‘দ্য ওয়াইল্ড আইরিস’। আর ২০২০ সালে নোবেল।
২০১১ সালে কবিতা শেষবার নোবেল পেয়েছিল থমাস ট্রান্সট্রোমেয়ারের হাত ধরে। তারপর লুই গ্লুক।
গ্লুককে নোবেল দেওয়ার প্রধান কারণ, তাঁর কাব্যের কোনও এক ব্যষ্টিসত্তা আর একার থাকে না। যে সরল কাব্যধারা তাঁর লেখায় প্রবাহিত, তা ব্যষ্টিকে বিশ্বায়িত করে তোলে। জানিয়েছে নোবেল কমিটি।
অতিমারির এই সামাজিক দূরত্বের অভিশাপে আবারও একাকী মানুষকে বিশ্বজীবনে ফেরানোর রাস্তা চেনাচ্ছেন লুই গ্লুক। সেই পথকেই স্বীকৃতি দিল এ বছরের সাহিত্যের নোবেল পুরস্কার।

You may also like

Leave a Reply!