Home লাইফস্টাইল ল্যাপটপ-ডেস্কটপ নেই, অনলাইনে ক্লাস ফোনেই সারতে হচ্ছে দেশের ৭৯% শিক্ষার্থীর

ল্যাপটপ-ডেস্কটপ নেই, অনলাইনে ক্লাস ফোনেই সারতে হচ্ছে দেশের ৭৯% শিক্ষার্থীর

by banganews

নলাইনে ক্লাসের জন্য ৫৯% শিক্ষার্থী ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ। জুম অথবা তাদের স্কুল-কলেজের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন
৩০% শিক্ষার্থীরা। করোনা আবহে গত পাঁচ-ছয়মাস ধরে পড়াশোনা গোটা বিশ্বজুড়েই চলছে অনলাইনে ৷
বিদ্যাসারথির ‘ইন্ডিয়া লকডাউন লার্নিং’র সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ শিক্ষার্থী প্রায় ৭৯% স্মার্টফোন ব্যবহার করে এবং মাত্র ১৭% শিক্ষার্থী অনলাইন ক্লাসে ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করে আর ৪% শিক্ষার্থী ব্যবহার করে ট্যাবলেট।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!