Home কলকাতা অ্যাম্বুলেন্সে করে বয়ান দিতে কাল আদালতে নীলাঞ্জনা

অ্যাম্বুলেন্সে করে বয়ান দিতে কাল আদালতে নীলাঞ্জনা

by banganews

কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২০: সোমবার আনন্দপুর কাণ্ডের বয়ান দিতে আদালতে যাচ্ছেন সেই প্রতিবাদিনী নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। অপারেশনের পর এখনও সম্পূর্ণ সুস্থ হননি নীলাঞ্জনা। পায়ে ক্ষত রয়েছে। তবুও আর দেরি করতে চান না। অ্যাম্বুলেন্সে করেই বয়ান দিতে যাবেন তিনি।

আরও পড়ুন বিজেপি পরিচালিত জয়পুর পঞ্চায়েত তৃণমূলের

আনন্দপুর নিগ্রহকাণ্ডের অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশের জালে। বারবার জামিনের আবেদনও জানিয়ে যাচ্ছে। নীলাঞ্জনা বলছেন, তিনি এই সময়ে না গেলে হয়তো বা অনেক দেরি হয়ে যাবে। অভিযুক্ত যদি জামিন পেয়ে যায়, তাহলে নীলাঞ্জনার লড়াইটা ব্যর্থ হয়ে যেতে পারে।
নীলাঞ্জনার স্বামী দীপ শতপথিও তাঁর সিদ্ধান্তকেই সমর্থন করছেন। দীপ জানাচ্ছেন, আনন্দপুর কাণ্ডে অভিযুক্ত অভিষেক ঘটনার দিন রাতে নীলাঞ্জনাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই তিনিও চান অভিযুক্তের শাস্তি হোক।

আরও পড়ুন রাজ্য পুলিশের সমর্থনে রাজ্যপালকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় মাসখানেক আগে আনন্দপুরে রাতে বাড়ি ফেরার সময় এক তরুণীকে নিগ্রহের হাত থেকে বাঁচান নীলাঞ্জনা। অভিযুক্ত নিগ্রহকারী নীলাঞ্জনার পায়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিলে তাঁর পায়ের হাড় টুকরো হয়ে ভেঙে যায়। অপারেশন করাতে হয় নীলাঞ্জনাকে। পরে পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।

You may also like

Leave a Reply!