TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মহারাষ্ট্রে জারি নাইট কার্ফু , বাইরে থেকে এলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

মহারাষ্ট্র, ২২ ডিসেম্বর, ২০২০ঃ ভারতের মধ্যে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। যদিও এখন এই অতিমারী অনেকটা স্থিতিশীল আমাদের দেশে। কিন্তু নতুন করে করোনায় বিধ্বস্ত ব্রিটেন। সেখানে ফের সংক্রমণের হার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা জারি করল মহারাষ্ট্র। আজ রাত থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু জারি করেছে উদ্ধব ঠাকরের সরকার।

আরও পড়ুন গ্রেফতার ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না

এছাড়াও ইউরোপ থেকে এলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৪৯ হাজার। যদিও ব্রিটেনের নয়া সংক্রমণের কারণে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তবে আগাম সতর্কতা নিয়ে ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করেছে ভারত সহ একাধিক দেশ।