Home পুজোর গল্প আগামী পুজোতে নষ্ট হবে ছুটি

আগামী পুজোতে নষ্ট হবে ছুটি

by banganews

বাঙালি এক যেতে না যেতেই আরেক প্ল্যানিং শুরু করে দেয়। পুজোর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ২০২০ তে পুজো এমনিই মাঠে মারা গেছে। সব পরিকল্পনা গেছে ভেস্তে। ২০২১ এও কোভিড বিধি কে সাথে নিয়ে সতর্ক হয়ে পুজোতে চলতে হচ্ছে মানুষকে।

বাঙালী এখন থেকেই খেয়াল রাখছে পরের বছর পুজো কবে। পরের বছরের পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তাই। কবে থেকে ছুটি, কীভাবে কাটাবে সেই ছুটি এখন থেকেই চলছে বাঙালীর মনের প্রস্তুতি।

আরো পড়ুন

চিৎকার কর মেয়ে

এক নজরে দেখে নেওয়া যাক পরের বছরের পুজোর ক্যালেণ্ডার।
ষষ্ঠী ১ অক্টোবর। দিনটি শনিবার। শনিবার রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি অফিস ছুটি থাকে।
সপ্তমী ২ অক্টোবর, রবিবার। সেদিন আবার গান্ধি জন্মজয়ন্তী। মানে একসঙ্গে দুটি ছুটি নষ্ট।
অষ্টমী ৩ অক্টোবর, সোমবার ।
নবমী ৪ অক্টোবর, মঙ্গলবার।
দশমী ৫ অক্টোবর, বুধবার।

অতএব ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, মাত্র তিন দিন ছুটি। শুধু তাই নয় লক্ষ্মীপুজো পড়তে চলেছে ৯ অক্টোবর, রবিবার। মানে এই ছুটিটাও জলে গেল।
অতএব পরের বছরের পুজোর পরিকল্পনাতে জল ঢেলে দিয়েছে এখন থেকেই। তাও বাঙালী পুজোর অপেক্ষায় থাকে সারাটা বছর।

You may also like

Leave a Reply!