গত ২৪শে আগস্ট শিক্ষক বদলি বিজ্ঞপ্তির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ শিক্ষিকা।
এই ঘটনায় জেরেই এবার প্রকাশিত হল স্কুল শিক্ষক বদলির নতুন নিয়ম।
নতুন নোটিফিকেশনে বলা হয়েছে,
★ এখন থেকে কোন আবেদনকারী
এস্ এস্ সি-র বদলির সুপারিশ প্রত্যাখান করলে ওই ব্যক্তির থেকে আগামী ৭বছর নতুন বদলির আবেদন গ্রহণ করা যাবে না।
★ আবেদনকারী শেষ বদলির ৫ বছর পরে আবার সাধারন বদলির জন্য আবেদন করতে পারবেন।
★ অবসরের এক বছর আগে বদলির জন্য আবেদন করতে পারবেন না।
★ ডিভোর্স বা অপরাধমূলক কোন ঘটনার শিকার হওয়া মহিলা শিক্ষিকাকে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
★ বাতিল করে দেওয়া হয়েছে বছরে একবার সাধারন বদলির নিয়মটি।
আরো পড়ুন
বিবেকানন্দ স্কলারশিপ এবার ছাত্রছাত্রীদের হাতের মুঠোয়
শিক্ষক শিক্ষিকা বদলির বিজ্ঞপ্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই রাজ্য রাজনীতিতে চলছে উত্তেজনা। গত ২৪ আগস্ট এই উত্তেজনার প্রত্যুত্তরেই শিক্ষিকাদের আত্মহত্যা চেষ্টার ঘটনায় ঐক্য মুক্ত মঞ্চের সাধারন সম্পাদক মইদুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় একাধিক ধারায় এফআইআর দায়ের করেন পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বেলেঘাটা চাউলপট্টিতে মইদুল ইসলামের শ্বশুর বাড়িতে পৌঁছায় বিধাননগর উত্তর ও বেলেঘাটা থানার বিশাল পুলিশবাহিনী। মইদুলের স্ত্রী এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের কাছে মেল এর মাধ্যমে অভিযোগ জানায়।
এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “শিক্ষকদের যে ভাবে বদলি করা হয়েছে তাতে তারা অনেক কষ্টে আছেন। এই বিষয়ে আন্দোলন যারা করছেন তাদের জব্দ করার চেষ্টা চলছে”। পাল্টা জবাব দেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি বলেন, ” পুলিশ পুরো বিষয়টি দেখছেন। যারা এই ব্যাপারে কথা বলছেন তারা বিরোধীদের বিরুদ্ধে যা করেছেন তাই তাদের মুখে এসব মানায় না। আর দিলীপবাবু হাস্যকর।