Home কলকাতা কলকাতা মেট্রোয় নয়া এসি রেক

কলকাতা মেট্রোয় নয়া এসি রেক

by banganews

কলকাতা, ৮ অগাস্ট, ২০২০: পুরোপুরি শীততাপনিয়ন্ত্রিত হওয়ার পথে কলকাতা মেট্রো। এল নতুন এসি রেক। কথাবার্তা চলছিল বেশ কিছুদিন ধরেই। লকডাউনের মধ্যেই চেন্নাই থেকে আনা হল নতুন রেক। আপাতত রাখা হয়েছে নোয়াপাড়া মেট্রো কারশেডে। সেখানেই চলবে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা।

আরও পড়ুন কোঝিকোড় দুর্ঘটনা, শোকবার্তা বলিউড তারকাদের

এখন নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। শীঘ্রই দক্ষিণেশ্বর অবধি পরিষেবা বাড়ানোর কথা রয়েছে। গন্তব্যের পরিধি বাড়লেই চাহিদা বাড়বে মেট্রো রেকের। সেকারনেই এই নয়া সংযোজন।

আরও পড়ুন স্কুল খোলার পরেই সংক্রামিত ৮ পড়ুয়া

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চেন্নাই ও চিন থেকে নতুন রেক এসেছে। চেন্নাই থেকে আসা রেক, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও হায়দ্রাবাদের এক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। চিনের রেকগুলি এসেছে ডালিয়ান থেকে। আরও তিনটি এসি রেক চলতি মাসেই কলকাতায় পৌঁছানোর কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো পরিষেবা চালু হলে বেশ কয়েকটি নতুন এসি রেক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Reply!