Home বিনোদন প্রাচীন সাঁওতাল বাদ্যযন্ত্রে হিন্দি গানের সুর, ভিডিওয় মন মজেছে নেটিজেনদের

প্রাচীন সাঁওতাল বাদ্যযন্ত্রে হিন্দি গানের সুর, ভিডিওয় মন মজেছে নেটিজেনদের

by banganews

করোনা আবহে এখন ঘরবন্দী দেশবাসী। আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না৷ এই আতঙ্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। কখনও টলি-বলি সেলেবরা ভিডিও পোস্ট করেছেন, কখনও নেটদুনিয়া বুঁদ হয়েছে গান অথবা কবিতার ভিডিওতে। এবার হিন্দি গানের সুরে প্রাচীন সাঁওতাল বাদ্যযন্ত্র ফেট বানম্ বাজাতে দেখা গেলো এক ব্যক্তিকে। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল৷

আরও পড়ুন ‘বয়স কেবল সংখ্যা মাত্র’ – প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বাহাত্তুরে যুবক

অঝোরে বৃষ্টি পড়ছে, আর তার মাঝে দাঁড়িয়ে ফেট বানম্ বাজাচ্ছেন এক ব্যক্তি। ভায়োলিনের মতো এই বাদ্যযন্ত্র থেকে ভেসে আসছে রাজকাপুর থেকে শুরু করে অমিতাভ অভিনীত, একের পর এক হিন্দি গানের সুর।

নারকোলের খোল দিয়ে তৈরি বাদ্যযন্ত্রটিতে থাকে তিন থেকে চারটি তার। পশুর চামড়া দিয়ে ঢাকা নারকেলের খোলাটি একটি ছোটো লাঠি দিয়ে ভায়োলিনের মতো করে বাঁধা। অপর অংশে একটি লাঠিকে ধনুকের মতো করে তার দিয়ে বাঁধা থাকে।

আরও পড়ুন কবিতা দিয়ে স্বপ্ন দেখাচ্ছেন সুহান বসু 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ভিডিওটি। একের পর এক লাইক, কমেন্ট দিয়ে বাদকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

নারকোলের খোল দিয়ে তৈরি বাদ্যযন্ত্রটিতে থাকে তিন থেকে চারটি তার। পশুর চামড়া দিয়ে ঢাকা নারকেলের খোলাটি একটি ছোটো লাঠি দিয়ে ভায়োলিনের মতো করে বাঁধা। অপর অংশে একটি লাঠিকে ধনুকের মতো করে তার দিয়ে বাঁধা থাকে।

আরও পড়ুন কবিতা দিয়ে স্বপ্ন দেখাচ্ছেন সুহান বসু 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ভিডিওটি। একের পর এক লাইক, কমেন্ট দিয়ে বাদকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

You may also like

Leave a Reply!