Home দেশ সুশান্তের গলায় সূচের দাগ, সেলোটেপও—জানালেন কুপারের কর্মী

সুশান্তের গলায় সূচের দাগ, সেলোটেপও—জানালেন কুপারের কর্মী

by banganews

মুম্বই, ২৯ অগাস্ট, ২০২০: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গলায় ছিল ১৫-২০টা সূচের চিহ্ন। একটি জায়গায় লাগানো ছিল সেলোটেপ। বিস্ফোরক দাবি করলেন কুপার হাসপাতালের এক কর্মী। ময়নাতদন্তের জন্য সুশান্তের দেহ নিয়ে আসার পর থেকে শ্মশান অবধি সঙ্গে ছিলেন ওই কর্মী। তাঁর দাবি, “এটা আত্মহত্যা নয়। খুন।”

আরও পড়ুন এক টাকার স্যানিটারি ন্যাপকিন প্রকল্পে জোর কেন্দ্রের

কুপার হাসপাতালের ওই কর্মী বলেছেন, চিকিৎসকেরা ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা লেখায় তিনি চমকে গেছিলেন। কারণ, তিনি জানান, সুশান্তের দেহ দেখার পরই সেখানে উপস্থিত চিকিৎসকেরা নিজেদের মধ্যেই আলোচনা করেন—এটা খুন।
কুপার হাসপাতালের ওই কর্মীর বার্তা শেয়ার করে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি লিখেছেন, “হা ভগবান। এই কথা পড়ে লক্ষবার কেঁপে উঠছি আমি। জানি না ওরা আমার ভাইয়ের সঙ্গে কী কী করেছে। তদন্তকারী দলকে অনুরোধ করছি, ওদের গ্রেপ্তার করুন।”

দেখুন ভিডিও 

এদিকে সিবিআই সূত্রে খবর, সুশান্ত মামলায় প্রধান অভিযুক্তদের লাই ডিটেক্টটরের সামনে বসানোর ব্যাপারে আলোচনা চলছে। সেক্ষেত্রে রিয়া চক্রবর্তী এবং শৌভিক চক্রবর্তীকেই আগে বসানো হতে পারে বলে খবর।

You may also like

1 comment

Leave a Reply!