মাদক মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির তদন্ত এগোচ্ছে ততোই প্রকাশ্যে আসছে বলিউডের একের পর এক বিখ্যাত মানুষের নাম। এবার মাদক তদন্তে এনসিবির নজরে পড়েছেন কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া৷ ভারতী এবং তার স্বামীর বাড়িতে তল্লাশি চালায় এনসিবি।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ড্রোনের সাহায্যে গুলি চালাল পাকিস্তান, মৃত এক হাবিলদার
সূত্রের খবর মাদক গ্রহণের জন্য অভিযুক্ত ভারতী সিং এবং তার স্বামী হর্ষ। যদিও তাদের ফ্ল্যাটে কী পাওয়া গিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। উল্লেখ্য অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই মাদক সংক্রান্ত মামলার তদন্ত করছে এনসিবি। এবং এই তদন্তে উঠে আসছে একের পর এক রথী-মহারথীর নাম। সেই তালিকায় এবার যুক্ত হলো ভারতী সিং এবং তার স্বামীর নাম।