Home দেশ চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত, তৈরি নতুন কমিটি

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত, তৈরি নতুন কমিটি

by banganews

নয়াদিল্লি, ১৯ অগাস্ট : এক দেশ, এক শিক্ষানীতির পর এবার কর্মক্ষেত্রে বড়সড় বদল আনছে কেন্দ্রীয় সরকার। বদলে যাচ্ছে নিয়োগের সমস্ত নীতি। দেশজুড়ে এক এবং অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা Common Entrance Test নেওয়ার জন্য একটি স্বতন্ত্র ‘জাতীয় নিয়োগ সংস্থা’ (National Recruitment Agency) গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর আজ মন্ত্রীসভার বৈঠকের পর একথা জানান। এই সিদ্ধান্তে দেশের চাকরি প্রার্থীদের অনেক সুবিধা হবে।

আরও পড়ুন :  “সত্যমেব জয়তে”, সুশান্ত-মৃত্যু মামলায় ৫ সুপ্রিম-বার্তা

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে UPSC এবং SSC-র মতো সংস্থা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে।

You may also like

Leave a Reply!