Home বিদেশ থমকে গেল স্পেস এক্স মিশন খারাপ আবহাওয়ার জন্য

থমকে গেল স্পেস এক্স মিশন খারাপ আবহাওয়ার জন্য

by banganews

কেতাবি ভাষায় যাকে বলে, ‘ তীরে এসে তরী ডোবা! ‘ একদম টেক অফ করার একেবারে শেষ মুহূর্তে ভেস্তে গেল মহাকাশ যাত্রা। মাত্র কয়েক মিনিটের ব্যাপার। সাংঘাতিক ঝোড়ো হাওয়া ও দারুণ বৃষ্টিপাত এক্ষেত্রে ‘ ভিলেন ‘ এর ভূমিকা গ্রহণ করেছে। মোক্ষম সময়ে স্রেফ তুফান ও ভারী বৃষ্টির জন্য ভেস্তে গেল স্পেস এক্স সেন্টারের এই অভিযান। তবে আশার কথা মোটেই পুরোপুরি ভেস্তে যায়নি এই অভিযানের পরিকল্পনা। স্রেফ কটা’ দিন পিছিয়েছে।
খুলেই বলা যাক গোটা ব্যাপারটা। ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত সাড়ে ন’টা ড্রাগন ক্যাপসুলের ভিতরে স্পেস স্যুটে মহাকাশ অভিযান এর জন্য তৈরি ছিল অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো- হার্লে। তবে খারাপ আবহাওয়ার জন্য উড়তে পারেনি।

আরো পড়ুন – রাম গোপালের ‘ করোনাভাইরাস ‘ নিয়ে টুই্যট অমিতাভের

এতে অবশ্য হাল ছাড়েননি মহাকাশ বিজ্ঞানীরা। ‘যাত্রার’ সময় খানিকটা পিছিয়েছে, ব্যাস! এমনটাই জানিয়েছেন স্পেস এক্স সেন্টারের প্রধান ইলন মাস্ক।
এতদিন যাবৎ এই প্রথম নাসা এবং রাশিয়ার রসকসমসই ব্যতীত এই প্রথম কোনো মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশে নভশ্চর পাঠাচ্ছে। সেই হিসেবে এই অভিযান ঐতিহাসিক। তাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘ স্পেস এক্স সেন্টার ‘ এ পুরোদমে কাজ চলছে। বিশাল আয়োজন চলছে দ্রুতগতিতে।

আরো পড়ুন – রাজ্যকে না জানিয়েই আসছে শ্রমিক স্পেশাল, সরব মমতা!

আগামী শনিবার, ৩০ মে স্থানীয় সময় বিকেল ৪টে ২২মিনিট নাগাদ কেনেডি স্পেস সেন্টারেই ৩৯ লঞ্চপ্যাড থেকে টেক অফ করবে রকেট ‘ ফ্যালকন ৯ ‘।ভিতরে থাকবেন দুই মার্কিন নভশ্চর রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লে। এমনটাই জানিয়েছেন নাসা প্রধান জিম ব্রিডেনস্টাইন।
মিশন সফল করতেই হবে যে!

You may also like

Leave a Reply!