বৃহস্পতিবার সকাল 11 টায় ভার্চুয়াল সভায় সভায় শিল্পপতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
কলকাতার বণিকসভার পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। এর আগে কোন প্রধানমন্ত্রী কলকাতার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম যিনি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন অমিত শাহ কে পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভাবে ?
দেশজুড়ে করোনা সংক্রমনের ফলে অর্থনীতির গতি স্তব্ধ হয়ে গিয়েছে। দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ক্ষুদ্র,কুটীর ও মাঝারি শিল্পের জন্য একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দেশের আর্থিক গতি স্বাভাবিক করতে শিল্পমহলের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পমহলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।