Home দেশ ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

by banganews

বঙ্গ নিউস, ৬ ডিসেম্বর, ২০২০ঃ আর তিনদিন বাদেই নতুন সংসদ ভবনের উদ্বোধন। নতুন ভাবে সেজে উঠবে সংসদ ভবন। আগামী বৃহস্পতিবার ভূমি পুজোর মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লা একথা জানিয়েছেন। ৯৩ বছরে পদার্পণ করেছে সংসদ ভবন।

আরও পড়ুন ‘কোনো প্রোটোকল ভাঙিনি’ সাফাই দিলেন অনিল ভিজ

ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ভবন। এবার নতুন করে তৈরি হচ্ছে সংসদ ভবন। স্পিকার ওম বিড়লার কথায় স্বাধীনতার ৭৫ বছর পর নতুন করে সেজে উঠবে সংসদ ভবন। ৬৪,৫০০ বর্গ মিটার জায়গা নিয়ে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। টাটা কোম্পানি তৈরি করছে নতুন ভবনটি। ভবনের নকশা তৈরি করেছে HCP Design,Planning and Management Pvt Ltd । লোকসভার স্পিকার ওম বিড়লার দাবি শুধুমাত্র ইট-পাথরের একটি ভবন হবে না এটি, বরং তাতে ১৩০ কোটি মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটবে।

You may also like

Leave a Reply!