বঙ্গ নিউস, ২২ ডিসেম্বর, ২০২০ঃ আমেরিকার লিজন অফ মেরিট (Legion of Merit) পুরস্কার অর্জন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণত মার্কিন সেনা অফিসারদের এই পুরস্কার দেওয়া হয়। তবে আমেরিকার জন্য ভালো কাজ করলেও এই পুরস্কার দেওয়া হয়৷
ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কারে সম্মানিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ।
আরও পড়ুন শরীরে করোনা ভাইরাস নিয়ে লন্ডন থেকে কলকাতা, পাঠানো হল কোয়ারেন্টাইনে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে আমেরিকায় ভারতীয় রাজদূত তরঞ্জিত সান্ধু পুরস্কার গ্রহণ করেন । আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল টুইট করে জানিয়েছে, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য রিজন অফ মেরিট পুরস্কারে সম্মানিত করলেন। নরেন্দ্র মোদিকে পুরস্কৃত করতে পারার এই মুহূর্ত আমাদের জন্য গৌরবের।”
প্রসঙ্গত, এর আগেও রাশিয়া, সৌদি আরব, মালদ্বীপ সহ নানা দেশ থেকে পুরস্কার পেয়েছেন নরেন্দ্র মোদী।